নিজস্ব প্রতিবেদক : প্রিয় স্বদেশের স্বাধীনতার জন্যে জীবন উৎসর্গকারী বীর সন্তানদের স্মরণে আলোক প্রজ্জ্বলন করে সিলেটে মহান বিজয় দিবসকে বরণ করা হয়েছে।
বাংলা ও বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাসের অনন্য এ দিনটির প্রথম প্রহরে সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে আলোকপ্রজ্জ্বল করেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুপ্রিয় চক্রবর্তী রঞ্জু, আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আফজল হোসেন, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সাবেক সহ সভাপতি খোয়াজ রহিম, নাট্য সংগঠক আনোয়ার হোসেন রনি, গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু ও মুক্তিযুদ্ধ পাঠাগারের সদস্য শাহেনা বেগম চৌধুরী স্বর্ণা। এ সময় রবীন্দ্রসংগীত শিল্পী প্রতীক এন্দের পরিচালনায় সম্মেলক কণ্ঠে ‘মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান’ গানটি পরিবেশন করা হয়।
Leave a Reply