ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে এবং কে স্পোর্টের পৃষ্ঠপোষকতায় ‘আবুল মাল আবদুল মুহিত-কে স্পোর্টস আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট’ শুরু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি ড এ কে আব্দুল মোমেন, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনীরা এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহিউদ্দিন আহমদ সেলিম।
উদ্বোধনী দিনের প্রথম খেলায় বালাগঞ্জ উপজেলা দল টাইব্রেকারে ৪-২ গোলে গোলাপগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে।
Leave a Reply