কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের উদ্যোগে আবারও ভ্রাম্যমাণ ভ্যাট বুথ চালু হলো।
সোমবার, ৫ জুন সকালে এর উদ্বোধন করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট জেলার নির্ধারিত স্থানসমূহে ভ্যাট বুথের মাধ্যমে ভ্যাট বিষয়ক সেবা প্রদান কার্যক্রম চালু থাকবে।
এ সকল সেবার মধ্যে থাকছে অনলাইনে ভ্যাট নিবন্ধন গ্রহণ, অনলাইনে ভ্যাট জমা, রিটার্ন জমাদান, মূসক চালান ইস্যু প্রভৃতি। ব্যবসায়ীগণ এ ভ্রাম্যমাণ ভ্যাট বুথে এসে মূসক ও সম্পূরক শুল্ক সংক্রান্ত সকল ধরনের জিজ্ঞাসার প্রাতিষ্ঠানিক জবাবও পেতে পারেন।
এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন জানান, ভ্রাম্যমাণ ভ্যাট বুথের মাধ্যমে সকল করদাতা বিশেষত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মূসক নিবন্ধন, অনলাইনে দাখিলপত্র দাখিল, মূসক চালানপত্র ইস্যু, বিভিন্ন মূসক ফরম ইস্যু প্রভৃতি সংক্রান্ত তাৎক্ষণিক সেবা প্রদান করা হবে।
এই ভ্যাট বুথ মঙ্গলবার, ৬ জুন পর্যন্ত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট জেলার বিভিন্ন স্থানে সেবা প্রদান করবে।
আবগারী ও ভ্যাট বিভাগ, সিলেটের বিভাগীয় কর্মকর্তা প্রণয় চাকমা জানান, ব্যবসায়ীদের ভ্যাট বিষয়ক সকল ধরনের আইনি সহযোগিতা প্রদানসহ অনলাইনে ভ্যাট রিটার্ন প্রদান ও অনলাইনে নিবন্ধন প্রদান সংক্রান্ত ভ্যাট বিষয়ক যাবতীয় সেবা প্রদানের লক্ষ্যে প্রতিবারের ন্যায় এবারও ভ্রাম্যমাণ ভ্যাট বুথের আয়োজন করা হয়েছে।
ভ্যাট বুথ উদ্বোধনকালে সকল স্তরের অংশীজনের সঙ্গে উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের যুগ্মকমিশনার মো জাহাঙ্গীর আলম সহ অন্যান্য কর্মকর্তা।
উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ এ ধরনের উদ্ভাবনী কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন। তারা পরিবর্তিত বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে রাজস্ব আদায় কার্যক্রমে গতিশীলতা আনতে এ জাতীয় কার্যক্রম নিয়মিতভাবে আয়োজনের দাবি জানান। তথ্য বিবরণী
Leave a Reply