নিজস্ব প্রতিবেদক : সিলেটে রোটারি ক্লাব অব জালালাবাদ ষষ্ঠবার ‘রোটাপ্লাস্ট’ নামে পরিচিত বিনা খরচে ঠোঁটকাটা, তালুকাটা ও আগুনে পোড়া রোগীদের প্লাস্টিক সার্জারির উদ্যোগ নিয়েছে।
আগামী ২৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মহানগরীর তেলিহাওরে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে বাছাই করা রোগীদের এই প্লাস্টিক সার্জারি করবে আমেরিকার বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত নার্স সহ ২৫ সদস্য বিশিষ্ট বিশ্বমানের প্লাস্টিক সার্জারি টিম। এজন্যে ইতোমধ্যে দেড়শতাধিক রোগাী নাম নিবন্ধন করিয়েছেন।
১৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রাথমিকভাবে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশনের উপযোগী রোগী বাছাই করা হবে। চূড়ান্ত বাছাই অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। নাম নিবন্ধন ২০ অক্টোবর পর্যন্ত চলবে।
শনিবার দুপুরে রোটারি হাসপাতাল সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলেনে এ তথ্য জানানো হয়। এতে বক্তব্য রাখেন, রোটারি ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট রোটারিয়ান শোয়েব আহমদ মতিন ও রোটাপ্লাস্ট কমিটির চেয়ারম্যান রোটারিয়ান মাসুদ আহমদ চৌধুরী। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান ডা মঞ্জুরুল হক চৌধুরী। এছাড়াও প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান শহিদ আহমদ চৌধুরী সহ অন্যান্য রোটারিয়ান উপস্থিত ছিলেন।
Leave a Reply