‘সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন’ প্রতিপাদ্য বিষয় ও ‘আসুন সবাই শব্দদূষণ হ্রাসে সচেষ্ট হই’ স্লোগান নিয়ে সিলেটে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার, ২৪ এপ্রিল (১১ বৈশাখ) শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় ও সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ। শোভাযাত্রাটি আন্তঃজেলা বাস টার্মিনাল প্রদক্ষিণ করে শেষ হয়।
পরে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সুরমা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ শব্দদূষণের বিভিন্ন উৎস, কারণ, মানবস্বাস্থ্যের জন্যে এর ক্ষতিকর প্রভাব ও শব্দদূষণ কমানোর ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার ব্যাপারে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইমরুল হাসান। সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন। এছাড়াও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সিলেট জেলা পরিবহণ শ্রমিক নেতা, বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, পুরোহিত ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সিলেট-ঢাকা মহাসড়ককের সুনামগঞ্জ বাইপাস মোড়ে যানবাহনে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১২টি যানবাহনকে সর্বমোট ১২ হাজার ৫০০টাকা জরিমানা ও ১২টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন। প্রসিকিউশন দেন সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো বদরুল হুদা ও বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো মোহাইমিনুল হক। তথ্য বিবরণী
Leave a Reply