সিলেটে আন্তর্জাতিক মানের দেশীয় পোশাকের ব্র্যান্ড এমব্রেলার ৭ম শাখা খুলেছে।
বুধবার বিকেলে মহানগরীর কুমারপাড়ায় এর উদ্বোধন করেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজপুত গ্রুপের চেয়ারম্যান আব্দুল শহীদ, মাসকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ আরিফ বিল্লাহ, মদিনা গ্রুপের পরিচালক শহিদুল ইসলাম জনি, উত্তরার ব্যবসায়ী রতন দেওয়ান, আইরিশ গ্রুপের পরিচালক জোবায়ের আলম ও মাহমুদুল হাসান রায়ান। আরো উপস্থিত ছিলেন, মণ্ডল গ্রুপের পক্ষে উপস্থিত পরিচালক আব্দুল আলীম মণ্ডল, এমব্রেলা লিমিটেডের পরিচালক মোহাম্মদ আলী ও উপদেষ্টা ডিজাইনার এমদাদ হক। এছাড়া লাক্স চ্যানেল আই সুপার স্টার শানারৈ দেবী শানু এবং এম্রেলার মডেল ইমরান কৌশিকও উপস্থিত ছিলেন।
Leave a Reply