নিজস্ব প্রতিবেদক : আত্মর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদফতর ও সমমনা সকল সরকারি-বেসরকারি সংগঠনের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।
বুধবার সকাল ১১টা থেকে মহানগরীর জেল রোডে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো; নারী-পুরুষ সমতায় নতুন বিশ্ব গড়ো’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধন চলাকালে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম উদ্দিন।
আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে দু দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ও শুক্রবার জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে নারী উন্নয়ন মেলা, সমাবেশ, উন্মুক্ত আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে।
Leave a Reply