প্রতিবছরের মতো এবারো ৯ ডিসেম্বর সিলেটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হবে।
এ উপলক্ষে সোমবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একটি প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক রাহাত আনোয়ার। অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, দুর্নীতি দমন কমিশন-দুদকের সিলেট বিভাগীয় পরিচালক নিরু শামসুন্নাহার, সচেতন নাগরিক কমিটি-সনাকের সভাপতি আজিজ আহমদ সেলিম ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বেলাল আহমদ। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply