নিজস্ব প্রতিবেদক : ‘তথ্য অধিকার আইন বাস্তবায়নের দায়িত্ব সকলের’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সিলেট সচেতন নাগরিক কমিটি-সনাক আইডিয়ার যৌথ উদ্যোগে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শোভাযাত্রাটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
সনাকের সভাপতি আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। এনাতে হাসান মানিকের পরিচালনায় বক্তব্য রাখেন, সনাকের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী ও অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সহ সভাপতি কবি একে শেরাম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল ও অন্যরা।
তথ্য অধিকার আইন নিয়ে পাওয়ার পয়েন্টে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
Leave a Reply