নিজস্ব প্রতিবেদক : সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মহানগরীর মেন্দিবাগ এলাকার কাস্টমস অফিস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে কাস্টমস অফিস প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন সংসদ সদস্য ইমরান আহমদ। এ সময় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply