নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে সিলেটে আনন্দ নিকেতনের শিক্ষার্থীরা ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে।
প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী বৃহস্পতিবার সকালে ‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’, ‘দেশ আমাদের, দায়িত্ব আমাদের’, ‘গাড়ি চালানোর সময় হেডফোন ও মোবাইল ফোন ব্যবহার করবেন না’ ও ‘দখলমুক্ত ফুটপাত চাই, নিরাপদে হাঁটতে চাই’ সহ নানা ধরনের স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে মহানগরীর সুবিদবাজার এলাকার রাস্তায় দাঁড়ায়।
সিলেটে আনন্দ নিকেতনের শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসীও কর্মসূচিতে যোগ দেন।
এসময় শিক্ষার্থীরা রাস্তা দিয়ে হেঁটে চলা অনেক পথচারীকে ফুটপাত ধরে হাঁটার অনুরোধ জানায়।
জেফার হাউস ক্যাপ্টেন জুবেদা হান্নান চৌধুরী জানান, পথচারী ও চালক সহ সবাইকে সচেতন করতে এবং নিজেদের সচেতনতাও বাড়াতে এই কর্মসূচি পালন করা হয়েছে।
Leave a Reply