নিজস্ব প্রতিবেদক : সিলেটে আনন্দমুখর পরিবেশে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে শুক্রবার প্রথম প্রহরে জেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, নির্বাহী পরিষদ সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি ড এ কে আব্দুল মোমেন ও সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
বিকেলে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ইব্রাহিম স্মৃতি সংসদে আলোচনা সভার আয়োজন করা হয়।
এছাড়া দলের বিভিন্ন উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড শাখাও বর্ণাঢ্য আয়োজনে দলীয় প্রধানের জন্মবার্ষিকী উদযাপন করেছে।
Leave a Reply