নিজস্ব প্রতিবেদক : সিলেটে আদালত এলাকায় সন্ত্রাসীদের হামলায় যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন নিরানন্দ পাল ও দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক মামুন হাসান গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে। এ জন্যে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর সমর্থকদের দায়ী করা হয়েছে।
একটি হত্যা মামলায় লিয়াকত আলী সিলেটে বিচারিক হাকিম আতিকুল হায়দারের আদালতে জামিন নিতে আসেন। এ সময় ছবি তুলতে গিয়ে নিরানন্দ পাল ও মামুন হাসান এ জঘন্য হামলার শিকার হন। দুজনকেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে লিয়াকত আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
Leave a Reply