নিজস্ব প্রতিবেদক : সিলেটে মামলার নথি দেখা নিয়ে নারী আইনজীবী ও নারী পুলিশের মধ্যে হাতাহাতির ঘটনায় ৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার, ২ মে (১৯ বৈশাখ) সকাল সাড়ে ১১টার দিকে সিলেট মহানগরীর আদালত এলাকায় এ ঘটনা ঘটে৷ এতে দুই নারী কনস্টেবল আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে এক নারী আইনজীবীও আহত হয়েছেন বলে আইনজীবীরা দাবি করেছেন।
মামলার নথি দেখা নিয়ে নারী আইনজীবী কাজী সেবা ও আদালতের জিআর শাখায় কর্মরত এক নারী কনস্টেবল বিউটি পুরকায়স্থের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতহাতি হয়। এ সময় একজন নারী সাব ইন্সপেক্টর শামীমা খাতুন এগিয়ে এলে তিনিও হামলার শিকার হন।
খবরটি ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ আইনজীবীরা বেরিয়ে এসে পুলিশের প্রতি মারমুখী হয়ে উঠেন। এর জের ধরে বেশ কিছুক্ষণ ধরে আদালত চত্বরে উত্তেজনা বিরাজ করে।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, নারী পুলিশ সদস্যদেরকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
তবে পরিস্থিতি এখন শান্ত। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলা আইনজীবী সমিতির বৈঠক চলছিল।
Leave a Reply