বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি সিলেট অঞ্চলের উদ্যোগে সিলেটে ৪র্থ আঞ্চলিক প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে এমসি কলেজ প্রাণিবিদ্যা বিভাগ ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
পরে প্রাণিবিদ্যা বিভাগ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এমসি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জি। সভাপতিত্ব করেন প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুফিয়া খানম। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক পরিমল দেব, অধ্যাপক তোতিউর রহমান, অধ্যাপক গণেশ চন্দ্র রায় চৌধুরী, অধ্যাপক নজরুল ইসলাম ভূঁইয়া, অধ্যাপক ইউনুস হাসান, ড মো ফারুক মিয়া, অধ্যাপক মো জাকির হোসেন ও প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন।
সিলেট অঞ্চলের ৩০টি কলেজের ২৫০ জন শিক্ষার্থী প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
Leave a Reply