নিজস্ব প্রতিবেদক : সরেজমিন গবেষণা বিভাগ-ওএফআরডি, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিএআরআই, সিলেটের উদ্যোগে ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট জয়দেবপুরের অর্থায়নে সিলেটে দুই দিনব্যাপী ‘আঞ্চলিক গবেষণা ও সস্প্রসারণ পর্যালোচনা এবং কর্মসূচি প্রণয়ন বিষয়ক কর্মশালা’ শেষ হয়েছে।
কর্মশালার সমাপনী অনুষ্ঠান সোমবার সিলেটের দক্ষিণ সুরমার চণ্ডিপুল এলাকায় আঞ্চলিক মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশের উন্নয়নে প্রথমে কৃষিক্ষেত্রকে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার দেশের কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দেশের কৃষকদের সুসর্ম্পক গড়ে তোলার পাশাপাশি কৃষিজ সমস্যার সমাধান খুঁজে বের করে হবে সেই আলোকে কাজ করতে হবে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট জয়দেবপুর-গাজীপুরের পরিচালক-সেবা ও সরবরাহ ড. এস এম শরিফুজ্জামান। কৃষি স¤প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ দিলীপ কুমার অধিকারীর সভাপতিত্বে ও বিএআরআই-ওএফআরডি সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরএআরএস, বিএআরআই, মৌলভীবাজারের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ জুলফিকার আলী ফিরোজ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সালাহ্ উদ্দিন।
কর্মশালায় সাইট্রাস্ট গবেষণা কেন্দ্র জৈন্তাপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শাহ মো. লুৎফুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মোহাম্মদ কাজী মুজিবুর রহমান, সুনামগঞ্জের উপপরিচালক ফরিদুল হাসান, মৌলভীবাজারের উপপরিচালক কাজী লুৎফুল বারী, হবিগঞ্জের উপপরিচালক তমিজ উদ্দিন, বিএডিসি সিলেটের উপপরিচালক সুপ্রিয় পাল, এসআরডিআই সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এনায়েত উল্লাহ ও ধান গবেষণা ইনস্টিটিউট হবিগঞ্জের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোজাম্মেল হকসহ বিএআরআই, বিআরআরআই, এসআরডিআই, বিআইএনএ, বিএসআরআই, বিইএ, বার্টন, এসসিএ, পিকিউও, এআইএস, বিএডিসি, হার্টিকালচার, ডিএএম, এনজিও কর্মকর্তা, সাংবাদিক এবং কৃষক প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
Leave a Reply