নিজস্ব প্রতিবেদক : চা শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বানে আজ রবিবার সিলেটে জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে।
দেশের চা শ্রমিকদের অধিকার আদায়ে আহুত এই কনভেনশন সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙণে শুরু হওয়ার কথা রয়েছে। এতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অতিথি হিসেবে যোগদান করবেন।
এ উপলক্ষে মহানগরীর জিন্দাবাজারে শনিবার দুপুরে ইমজা মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আয়োজকরা মতবিনিময় করেন।
তারা জানান, দেশের ১৫০টি বাগানের প্রতিনিধিরা জাতীয় কনভেনশনে অংশগ্রহণ করবেন। অতিথি থাকবেন সিপিবির কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহ আলম ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। এছাড়া চা শ্রমিক নেতাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজকরা বলেন, চা শিল্পের মালিকরা রাজার মতো জীবনযাপন করলেও চা শ্রমিকদের জীবনমানের কোনো উন্নয়ন হয়নি৷ তাদের না আছে ভূমি, না আছে শিক্ষা ও চিকিৎসার সুযোগ। এ অবস্থায় শ্রমিকদের ১০ দফা দাবি বাস্তবায়নের জন্য একটি প্লাটফর্ম কনভেনশনের মাধ্যমে ঘোষণা হবে৷
মতবিনিময়কালে চা শ্রমিকদের ১০ দফা হিসেবে উল্লেখ করা হয়, সব সুযোগ সুবিধা বহাল রেখে মজুরি ৫০০ টাকা নির্ধারণ, জমির অধিকার, বিদ্যালয় স্থাপন, জাতিসত্ত্বা ও ভাষার স্বীকৃতি, প্রতিটি বাগানে এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক নিয়োগ, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস নির্ধারণ, অস্থায়ী শ্রমিকদের স্থায়ী নিয়োগ ইত্যাদি৷
মতবিনিময় করেন সিপিবির কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহ আল কাফী, জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, চা শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির সংগঠক এস এম শুভ প্রমুখ৷
Leave a Reply