সিলেটে আঙিনা সামাজিক সংস্থা-আসাসের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মহানগরীর শাহপরান জামেয়া ইসলামিয়া এতিমখানা প্রকল্পে এর আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে শাহপরান জামেয়া মাদরাসার অধ্যক্ষ আসাদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আব্দুল গফুর আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান ও রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সেলিম আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন, আসাসের সভাপতি রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জাহাঙ্গীর আলম, সংগঠনের উপদেষ্টা জালালাবাদ হোমিও মেডিকেল কলেজের প্রভাষক ডা নাজমুল হক, উপদেষ্টা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ও রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইদুর রহমান। উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক সুলেমান বাশার সহ শতাধিক সদস্য। পরিচালনায় ছিলেন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক একরাম হোসেন নাহিদ।
বক্তারা বলেন, আসাস প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যে হচ্ছে, রক্তের অভাবে যেন কারো প্রাণ না যায়। সংগঠনের সদস্য সংখ্যা ৫০০ করা হবে, যাতে যেকোন মুহুর্তে কারো রক্তের প্রয়োজনে পাশে দাঁড়ানো যায়।
Leave a Reply