সিলেট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ আগস্ট মাসে নানা কর্মসূচি পালন করেছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে সংগঠনের জেলা সভাপতি এম এন নবী ও সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাসের নেতৃত্বে জেলা পরিষদ ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে নেতৃবৃন্দ যোগ দেন, জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। অংশ গ্রহণ করেন হযরত শাহজালাল (র) মাজার মসজিদে আয়োজিত খতমে কোরআন, দোয়া মাহফিল এবং অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে।
১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস উপলক্ষে বিকেলে বিক্ষোভ মিছিলসহ জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে অংশগ্রহণ নেন।
একুশে আগস্টে নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ দিবস উপলক্ষে আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের ন্যায় জেলা মৎস্যজীবী লীগও সকল কর্মসূচিতে অংশ নেয়।
এছাড়া ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ও ৫ আগস্ট বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ কামালের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে নেতাকর্মীরা যোগ দেন।
বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা মৎস্যজীবী লীগের সহসভাপতি আরশ আলী, ফয়জুল ইসলাম আরিজ, মো বিলাল উদ্দিন, নির্মল কুমার চন্দ, যুগ্মসাধারণ সম্পাদক নজরুল ইসলাম আফাজ, নজরুল ইসলাম কাজল, সীমান্ত চন্দ্র মালাকার, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, টুটুল গাজী, সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ফয়সাল আহমদ, সুবল চন্দ্র বিশ্বাস, জাকারিয়া, আমিনুর রহমান মামুন, অলিউর রহমান রফিক, নিখিল নম, আবু বাকার, জীবন দত্ত, শ্রীকান্ত পাল, আব্দুল বারি, জেলা কার্যনির্বাহী সদস্য আব্দুল মছব্বির, দিলু মিয়া, আমিরুল, কামাল হোসেন, মামুন ও রুমন মিয়া।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply