নিজস্ব প্রতিবেদক : সিলেটে আওয়ামী লীগ মিলাদ মাহফিলের মাধ্যমে জেলহত্যা দিবস পালন করেছে।
দিনটি উপলক্ষে বৃহস্পতিবার বাদ জোহর হযরত শাহজালাল (র) দরগা মসজিদে জেলা ও মহানগর আওয়ামী লীগ যৌথভাবে এই মিলাদ মাহফিলের আয়োজন করে।
এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত জেলা সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টা এম এ মোমিন চৌধুরী প্রমুখ।
মিলাদ শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার রুহের মাগফিরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ জীবন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
Leave a Reply