নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বদর উদ্দিন আহমদ কামরানকে দলীয় প্রার্থী ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো আনন্দ মিছিল করেছে।
শনিবার বিকেলে মহানগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে অনন্দ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে শেষ।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশে উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে আবারো আওয়ামী লীগকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে।
তারা সিসিক নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে বিজয়ী করতে মহানগরবাসীর প্রতি আহ্বান জানান।
Leave a Reply