সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন করেছে।
এ উপলক্ষে শুক্রবার বাদ জুমা হযরত শাহজালাল (র) মাজার প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর সহ সভাপতি অ্যাডভোকেট রাজ উদ্দিন, সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, অধ্যাপক জাকির হোসেন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক ও অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
Leave a Reply