নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ এবং সিলেট-২ আসনে উপ দফতর সম্পাদক নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।
শুক্রবার বিকেলে মহানগরীর জেল রোডে একটি অভিজাত রেস্তোরায় যৌথভাবে আহুত সংবাদ সম্মেলনে জেলা পর্যায়ে শীর্ষস্থানীয় সাবেক দুই ছাত্রলীগ নেতা এ কথা জানান।
তবে দুজনেই জানিয়েছেন, শেষপর্যন্ত দল থেকে যাকেই মনোনয়ন দেয়া হবে, তার পক্ষেই তারা দলীয় স্বার্থে কাজ করে যাবেন ।
অ্যাডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ বলেন, তিনি দীর্ঘ ছাত্র রাজনীতিতে কখনো কোন অপশক্তির সাথে আপস করেননি। তরুণদের প্রত্যাশা পূরণ করতেই তিনি প্রার্থী হতে চান।
জগলু চৌধুরী বলেন, শেখ হাসিনার উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন।
Leave a Reply