বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে ‘করোনা সাপোর্ট সিলেট’ নামে টেলিমেডিসিন সেবা চালু হয়েছে।
এখান থেকে সেবা প্রত্যাশীরা ঘরে বসেই ফোনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারবেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগরীর একটি অভিজাত হোটেলে এ টেলিমেডিসিন সেবার উদ্বোধন করেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
করোনা সাপোর্ট সিলেটে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ০১৭২১০২৮৯১১ নম্বরে, দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ০১৭২০২৩০৭৬৭ নম্বরে এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ০১৭২১০৭৯৭৮১ নম্বরে ফোন করে চিকিৎসাসেবা নেওয়া যাবে। এজন্য কোনো ফি লাগবেনা।
Leave a Reply