সিলেট জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় ৫০১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এতে দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানকে আহবায়ক এবং জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত জরুরি সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, প্রবীণ নেতা আ ন ম শফিকুল হক, শোয়েব আহমদ চৌধুরী, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, হুমায়ুন ইসলাম কামাল, অ্যাডভোকেট শাহ মশাহিদ আলী, মো আলী দুলাল, মুক্তিযোদ্ধা আব্দুল বাছিত, অ্যাডভোকেট খোকন কুমার দত্ত, অ্যাডভোকেট শেখ মখলু মিয়া, সায়ফুল আলম রুহেল, অ্যাডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ, ফারুক আহমদ, নাজনীন হোসেন, অ্যাডভোকেট রনজিৎ সরকার, কবীর উদ্দিন আহমেদ, ডা আরমান আহমেদ শিপলু, মস্তাক আহমদ পলাশ, লোকমান আহমদ চৌধুরী, নূরুল আমিন, অধ্যক্ষ শামছুল ইসলাম, মোস্তাকুর রহমান মফুর, অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, শহিদুর রহমান শাহীন, রুবী ফাতেমা ইসলাম, অ্যাডভোকেট আজমল আলী, শাহাদত রহিম চৌধুরী, আব্দুল মোমিন চৌধুরী, এখলাছুল মোমিন প্রমুখ।
জরুরি সভায় ১লা ডিসেম্বর সকাল ১১টায় হযরত শাহজালাল (র) মাজার জিয়ারত ও মিলাদ মাহফিল শেষে জেলা নির্বাচন কমিশনারের কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট লুৎফুর রহমানের মনোনয়নপত্র দাখিলের সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া ২রা ডিসেম্বর বাদ জুমা হযরত শাহজালাল (র) দরগা মসজিদে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
এসব কর্মসূচিতে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সর্মথকদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।
Leave a Reply