নিজস্ব প্রতিবেদক : সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ‘করোনা’ ভাইরাসে আক্রান্ত সন্দেহে আইসোলেশনে থাকা যুক্তরাজ্য থেকে দেশে ফেরা একষষ্টি বছর বয়সী এক নারী মারা গেছেন।
রবিবার রাত সাড়ে ৩টায় তিনি মৃত্যুবরণ করেন। সিলেটের সিভিল সার্জ ডা প্রেমানন্দ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
এই নারী গত ৪ মার্চ লন্ডন থেকে দেশে ফিরেন। পরে জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্টে আক্রান্ত হয়ে ২০ মার্চ তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে আইসোলেশনে রাখা হয়।
সংক্রমই বিধি মোতাবেক আইইডিসিআরের প্রতিনিধিদল দুপুরে মহানগরীর মানিকপীরের টিলা কবরস্থানে মরদেহ দাফন করে।
ছবি : ফেসবুক থেকে সংগৃহীত।
Leave a Reply