ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতায় সিলেট জেলা পর্যায়ের খেলায় বিশ্বনাথ ও বালাগঞ্জ উপজেলা দল যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছে।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বুধবার বিকেলে জেলা স্টেডিয়ামের বাস্কেটবল মাঠে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে উভয় দল ২১-২১ পয়েন্ট লাভ করে।
দুপুরে প্রতিযোগিতার উদ্বোধন করেন, জেলা প্রশাসক রাহাত আনোয়ার। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম ও কোষাধ্যক্ষ সিরাজ উদ্দিন।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন, পুলিশ সুপার মনিরুজ্জামান।
Leave a Reply