আইকন ফাউন্ডেশন বাংলাদেশের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী ও আইকন সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুসাইন আহমদ ও সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানের যৌথ সঞ্চালনায় দুই পর্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামিয়া কাসিমুল উলুম দরগাহর শিক্ষা সচিব মাওলানা আতাউল হক জালালাবাদী। বিশেষ অতিথি ছিলেন, জামিয়া মাদানিয়া কাজিরবাজারের সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা কবির আহমদ, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আব্দুল আজিজ ও মাওলানা হুসাইন আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে রক্তদানে বিশেষ অবদান রাখায় আইকনের নিয়মিত রক্তদাতা সদস্যদেরকে ফাইভ স্টার অ্যাওয়ার্ড ও সুপারম্যান সম্মাননা দেওয়া হয়।
এছাড়া সামাজিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় স্বপ্ন রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন, খিদমাহ ব্লাড ব্যাংক, সম্মিলিত মানবকল্যাণ ফাউন্ডেশন, আল-হাসানাহ রক্তদান সোসাইটি, হাসবুনাল্লাহ অর্গানাইজেশন ও অঙ্গীকার মানবকল্যাণ সংস্থাকে সম্মাননা সনদ প্রদান করা হয়।
Leave a Reply