নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগের প্রায় দেড়শ অস্থায়ী মিটার পাঠক ও বিল বিতরণকারীর চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
সোমবার সকালে মহানগরীর বাগবাড়ি এলাকায় পিডিবি সিলেটের প্রধান কার্যালয় প্রাঙ্গণে বিক্রয় ও বিতরণ বিভাগ ১, ২, ৩ ও ৪-এ কর্মরত অস্থায়ী মিটার পাঠক ও বিল বিতরণকারী ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মেসার্স মুন্সি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যাসোসিয়েট নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে বিদ্যুতের মিটার রিডিং ও বিল বিতরণের দায়িত্ব দেয়ায় দীর্ঘদিন ধরে কর্মরত এসব অস্থায়ী মিটার পাঠক ও বিল বিতরণকারীর চাকরি হারানোর আশংকা দেখা দিয়েছে।
এ সময় বক্তব্য হাসিবুল হোসেন, মিজানুর রহমান ও মুহিবুর রহমান।
Leave a Reply