নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ ১, ২, ৩ ও ৪-এ কর্মরত অস্থায়ী মিটার পাঠক ও বিল বিতরণকারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে অস্থায়ী মিটার পাঠক ও বিল বিতরণকারী ঐক্য পরিষদের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হিউম্যান রাইটস হেলথ অ্যান্ড এডুকেশন সোসাইটির জেলা সভাপতি হাকিম ফারুক আহমদ নোমান। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আমির উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি হাসিবুল হোসেন হাসিব, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও আহ্বায়ক মুহিবুর রহমান বকস।
Leave a Reply