নিজস্ব প্রতিবেদক : সিলেটে অমর একুশে পালনে সরকারি কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতি সভায় এ কর্মসূচি চূড়ান্ত করা হয়। পরে তা প্রকাশ করা হবে।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, জেলা প্রেসক্লাব সভাপতি আজিজ আহমদ সেলিম, মুক্তিযুদ্ধ অনুশীলন সভাপতি আল আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি শামসুল আলম সেলিম ও সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর, এনজিও এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply