নিজস্ব প্রতিববেদক : সিলেটে মুক্তিযুদ্ধ অনুশীলন এবারো নানা কর্মসূচিতে অমর একুশের মাস ফেব্রুয়ারিকে বরণ করেছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে জাতীয় সংগীত ও একুশের গান পরিবেশন করা হয়। পরে উপস্থিত সবাই মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় মুক্তিযুদ্ধ অনুশীলন সিলেটের সভাপতি আল আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কামন্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, নারী উদ্যোক্তা নুরুন নাহার বেবী, আবৃত্তি শিক্ষক বিমল কর, মুক্তিযোদ্ধা সন্তান আব্দুল কাদির ও সালাউদ্দিন পারভেজ। পরিচালনায় ছিলেন, মুক্তিযুদ্ধ অনুশীলন সিলেটের সদস্য ধ্রুব গৌতম।
এছাড়াও উপস্থিত ছিলেন, আবৃত্তিশিল্পী-সংগঠক সৈয়দ সাইমূম আনজুম ইভান, লেখক সৈয়দ মোহাম্মদ তাহের, নারী উদ্যোক্তা শাহেনা বেগম চৌধুরী স্বর্ণা, সাংবাদিক নাজমুল কবির পাভেল, খালেদ মিয়া, এইচ এ রুমন, কলি রানী সেন প্রমুখ।
Leave a Reply