নিজস্ব প্রতিবেদক : সিলেটে এবার অবৈধ ট্রাভেল এজেন্সিগুলোর বিরুদ্ধে প্রশাসনিক অভিযান শুরু হয়েছে।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ৫টি দল মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
এ সময় বন্দরবাজার, সুরমা মার্কেট ও জিন্দাবাজার এলাকায় বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে অভিযানকালে বৈধ কোন কাগজপত্র পাওয়া যায়নি। এসময় এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ সিলেট অঞ্চলের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল উপস্থিত ছিলেন।
অভিযানকালে ৪ লাখ ৭৫ হাজার টাকা জরিমনা আদায় এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া ২৩টি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply