নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশ-এসএমপি কমিশনার ইলিয়াস শরীফ বিপিএম (বার) পিপিএম বলেছেন, দেশের অন্যান্য জেলার তুলনায় সিলেটে অপরাধ অনেক কম। কারণ সিলেটবাসী আইনের প্রতি শ্রদ্ধাশীল। অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশে থাকেন।
রবিবার বিকেলে এসএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এসএমপি কমিশনার বলেন, সিলেট মহানগরবাসী যাতে যথাযথভাবে পবিত্র রমজান পালন ও ঈদুল ফিতর উদযাপন করতে পারেন সে ব্যাপারে পুলিশ-জনতাকে এক সঙ্গে কাজ করতে হবে।
তিনি ঈদের বাজারে সবার চলাচল নির্বিঘ্ন করা, নিরাপত্তা নিশ্চিত করা ও ইভটিচিং সহ অন্যান্য অপকর্ম রোধ করার উপর গুরুত্ব আরোপ করেন।
মতবিনিময় সভায় অন্যান্য বক্তা অপরাধ দমনে পুলিশকে সহায়তার ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেন। একই সঙ্গে আশা প্রকাশ করেন, সিলেটের নাগরিক জীবনে স্বস্তিকর পরিস্থিতি সবসময় নিশ্চিত থাকবে।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো জোবায়েদুর রহমান পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার মু মাসুদ রানা, উপ পুলিশ কমিশনার মো আজবাহার আলী শেখ পিপিএম, উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সোহেল রেজা পিপিএম ও উপ পুলিশ কমিশনার মুহাম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো ইয়াহিয়া আল মামুন, সহকারী পুলিশ কমিশনার খোকন চন্দ্র সরকার, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ, কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব সভাপতি জামিল চৌধুরী ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।
মহানগর কমিউনিটি পুলিশিংয়ের পক্ষে বক্তব্য রাখেন সভাপতি ডা নাছিম আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সহসভাপতি বিধান কৃষ্ণ দাস সরকার, সহসভাপতি সাংবাদিক আল আজাদ, সহসভাপতি সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, প্রবাসী বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, নারী বিষয়ক সম্পাদক স্বর্ণলতা রায়, সদস্য অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, সদস্য ডা নাজরা চৌধুরী, সদস্য শেখ মো কবির আহমদ প্রমুখ।
Leave a Reply