নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের আর্ন্তজাতিক স্বীকৃতি লাভ উপলক্ষে শনিবার দেশব্যাপী আনন্দ আয়োজনের অংশ হিসেবে সিলেটে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে এই সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র ‘ওরা ১১ জন’ প্রদর্শনীর আয়োজন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচিত্র প্রদর্শনী শুরুর আগে বক্তব্য রাখেন, সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী, সৈয়দ আমিনুর রহমান ও আবু সাফায়েত মোহাম্মদ শাহেদুল আলম এবং তথ্য উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা।
Leave a Reply