সারা দেশের ন্যায় সিলেটেও নবান্ন উৎসব উদযাপিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়াম মুক্ত প্রাঙ্গণে এই উৎসবের উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো শহীদুল ইসলাম চৌধুরী। শিশু একাডেমির জেলা সংগঠক সাইদুর রহমান ভূঞার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদফতরের উপ পরিচালক মো আলাউদ্দিন, জাতীয় যুবপদক প্রাপ্ত রুনা বেগম, আব্দুর রহমান প্রমুখ।
পিঠা উৎসবে স্টল ছিল সুরভী সমাজকল্যাণ সমিতি, নূরানী সমাজ উন্নয়ন সংস্থা, চাষী ফুডস, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, মোনালিসা লেডিস টেইলার্স অ্যান্ড ট্রেনিং সেন্টার, জয়তুন হস্ত শিল্প ও সেলাই প্রশিক্ষণ সেন্টার, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, মহিলা বিষয়ক অফিস, ইনক্লুসিভ স্কুল অ্যান্ড কলেজ ও বন্ধু ওয়েলফেয়ার সোসাইটির।
নবান্ন উৎসব উপলক্ষে সিলেট জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে মঙ্গলবার বিকেলে শিশুদের জন্যে চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মহনগরীর পূর্ব শাহী ঈদগা এলাকায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ। এতে অতিথি ছিলেন প্রেসক্লাব ফাউন্ডেশন সিলেটের সভাপতি আল-আজাদ, সংগীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন হাসান বান্না, উদীচী শিল্পী গোষ্ঠী সিলেটের সভাপতি এ কে শেরাম ও সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু। অনুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
অনুষ্ঠানে ৪টি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ও সকল অংশগ্রহণকারীকে পুরস্কার প্রদান করা হয়।
Leave a Reply