নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলায় মালিক শ্রমিক ঐক্য পরিষদ আহুত অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট সাড়ে ৬ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে দক্ষিণ সুরমায় আন্তঃজেলা বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের উপর যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলার প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে এই ধর্মঘট আহ্বান করা হয়েছিল। এতে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা মারাত্মক বিপাকে পড়েন।
তবে দুপুর সাড়ে ১২টায় সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার সাথে এক বৈঠকের পর পরিবহণ মালিক শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারের কথা জানান।
বৈঠকে পুলিশ প্রশাসন পরিবহণ শ্রমিকদের উপর হামলার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
Leave a Reply