সিলেটে অধিকার সচেতন পুস্তক ব্যবসায়ী সমিতি করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করেছে।
রবিবার সকালে মহানগরীর জিন্দাবাজার থেকে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার পর্যন্ত রাস্তায় সাধারণ মানুষের মধ্যে এসব বিতরণ করা হয়। এছাড়া মাইকিং করেও প্রচারণা চালানো হয়।
সচেতনতামূলক এ কর্মসূচিতে অংশ নেন, অধিকার সচেতন পুস্তক ব্যবসায়ী সমিতির নেতা মাহবুবুল আলম মিলন, আনোয়ার রশীদ, এহসানুল হক তাহের, খলিলুর রহমান খান, মামুনুর রশীদ, হেলাল মুনসি, একরামুল হক, বেলাল আহমদ, রাহিম আহমদ, আব্দুল আজিজ লয়লু, মোহাম্মদ জুনেদ, আব্দুল আজিজ, আব্দুল্লাহ আল মামুন, আবুল হোসেন, ওদুদ আহমদ, আব্দুস শহিদ, আব্দুল আলিম, আনোয়ার উদ্দিন, জুবের আহমদ, দীগেশ শিমুল, শাকিল, শাহীন, বাবুল, জাকির, সুমন, শাওন, হালিম, এমরান, অনিক, আলভি ও অন্যরা।
Leave a Reply