নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাসে বাজারে ভেজাল পণ্য বিক্রি, ওজনের কম দেওয়া ও অতিরিক্ত মূল্য আদায়ের মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের দ্বারা ক্রেতাদের হয়রানি রোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান অব্যাহত রেখেছে।
অন্য দিনের মতো বুধবার সকাল থেকে সিলেট মহানগরীর কদমতলী ফলের আড়তে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত দামে খেজুর ও আপেল বিক্রির অপরাধে ইত্যাদি ফল ভাণ্ডারকে ৪ হাজার টাকা, অতিরিক্ত দামে তরমুজ বিক্রির অপরাধে বাসিত মিয়া ফলের দোকানকে ৫০০ টাকা, মূল্য তালিকা না রাখা ও পঁচা খেজুর বিক্রির অপরাধে তানিসা এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা এবং মূল্য তালিকা না রাখার অপরাধে মের্সাস হুসেন এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা ও হিমু এন্ড ঈশা ফলভাণ্ডারকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো আমিরুল ইসলাম মাসুদ অভিযানে নেতৃত্ব দেন।
এ সময় র্যাব–৯ এর একটি দল সার্বিক সহযোগিতায় করে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Leave a Reply