সিলেটে অঙ্গীকার জনকল্যাণ সংস্থার উদ্যোগে জেলা সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণ ও শেখঘাট সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়েছে।
বুধবার সকালে মহানগরীর বাগবাড়ী জেলা সমাজসেবা কার্যালয়ে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক। আরো বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ, প্রশাসনিক কর্মকর্তা আবু সাঈদ মিয়া, সরকারি শিশু পল্লীর তত্ত্বাবধায়ক আব্দুল মুক্তাকিম, রিডও বাংলাদেশের নির্বাহী পরিচালক নাসির উদ্দিন, শিক্ষক শহীদ বকস ও গোলাম মোস্তফা।
এরপর মহানগরীর শেখঘাট সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মদ আলী হায়দার ভূঁইয়া, সহকারী শিক্ষক মো ছানা উল্লাহ, উম্মে রোমনা সিদ্দিকা, শামিমা বেগম, এ্যাটেনডেন্ট সোহরাব হোসেন মিয়া ও আনোয়ার হোসেন লিটন, মেল হেলপার স্বপ্না দেবী, বাবুর্চি রুমেল আহমদ প্রমুখ।
Leave a Reply