আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদেরকে সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষে থেকে সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন অভিনন্দন জানিয়েছেন।
এক বার্তায় তিনি সিলেট-১ আসনে দলীয় প্রার্থী পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন ও সিলেট-৫ আসনে প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ সহ অন্য ৪ আসনের প্রার্থীদেরকে অভিনন্দন জানান।
অন্য চার প্রার্থী হলেন, সিলেট-২ আসনে শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান হাবিব, সিলেট-৪ আসনে ইমরান আহমদ ও সিলেট-৬ আসনে নুরুল ইসলাম নাহিদ।
অধ্যাপক মো জাকির হোসেন অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য সবাই ঐক্যবদ্ধ। আগামী ৭ জানুয়ারি সিলেটের ৬টি আসনই তাকে উপহার দেওয়া হবে। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply