নিজস্ব প্রতিবেদক : সিলেটে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটে ৬টি উপজেলা বন্যা কবলিত হয়েছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। বৃষ্টিও অব্যাহত রয়েছে। ফলে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
জেলার বন্যা কবলিত উপজেলাগুলো হলো, সদর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ। এছাড়া ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা এবং সিলেট মহানগরীর শাহজালাল উপশহর সহ বেশকিছু এলাকায় বন্যার পানি ঢুকে পড়েছে।
সিলেট সদর উপজেলার জালালাবাদ, হাটখোলা, খাদিমনগর ও কান্দিগাঁও ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। তলিয়ে গেছে বিভিন্ন সড়ক। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও পানি ঢুকেছে।
সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরির্দশন করেছেন। ত্রাণ তৎপরতাও চলছে।
Leave a Reply