ফাইজা রাফা : সিলেট জেলার ১৩টি উপজেলাই এখন কমবেশি বন্যা কবলিত। আক্রান্ত লোকসংখ্যা প্রায় ১২ লাখ। এ পর্যন্ত নৌকাডুবি ও পাহাড় ধ্বসে ৪ জন মারা গেছে।
সিলেটে জেলার সাম্প্রতিক বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় বিষয়ে বুধবার জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য প্রকাশ করা হয়।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা মো এনামুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ১১ মে সিলেটে বন্যা শুরু হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী জেলার ১৩টি উপজেলার ১০৫টি ইউনিয়নের মধ্যে ৫৫টি সম্পূর্ণ ও ১৫টি আংশিক বন্যা কবলিত হয়েছে। আক্রান্ত প্রায় ১২ লাখ মানুষ। নিমজ্জিত হয়েছে ১ হাজার ৩০১ হেক্টর আউশের বীজতলা, ১ হাজার ৭০৪ হেক্টর জমির বোরো ফসল ও ১ হাজার ৪ হেক্টর সবজি ক্ষেত। এছাড়া এলজিইডির ২০১ কিলোমিটার রাস্তা তলিয়ে গেছে। কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে ২৮ কিলোমিটারে। সড়ক ও জনপথের ১০টি রাস্তার ৫০-৬০ কিলোমিটার ডুবে গেছে।
আরও জানানো হয়, জেলায় ২৭৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে। চালু আছে ৭৮টি। ইতোমধ্যে ৬ হাজার ৪৭৫ জন বন্যার্ত আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের। সিলেট ও জৈন্তাপুর উপজেলায় নৌকাডুবিতে মারা গেছে ৩ জন আর গোলাপগঞ্জ উপজেলায় পাহাড় ধ্বসে একজনের মৃত্যু হয়েছে।
ছবি : সোহেল আহমদ।
Leave a Reply