নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রশাসন জেলার বিভিন্ন হাট-বাজারে পটকা মাছ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে।
জৈন্তাপুর উপজেলায় পটকা মাছ খেয়ে ৬ জনের মৃত্যু এবং ৩৪ জনের অসুস্থ হবার পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সিলেটের জেলা প্রশাসক মো জয়নাল আবেদীন জানান, ইতোমধ্যে সকল উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদকে নিজ নিজ এলাকায় এই নিষেধাজ্ঞার ব্যাপারে মাইকিংয়ের পাশাপাশি সহ জনসচেতনতা মূলক কার্যক্রম চালিয়ে যাবার নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দিতেও নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়া মো আব্দুস ছবুর মিঞা জানিয়েছেন, জৈন্তাপুর থেকে আসা পটকা মাছ খেয়ে অসুস্থ আরও একজনকে ওয়েসিস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, ইতোমধ্যে সুস্থ হয়ে ৪ জন বাড়ি ফিরে গেছে। এখন চিকিৎসাধীন আছে ৩০ জন। তবে সবার অবস্থাই উন্নতির দিকে রয়েছে।
Leave a Reply