নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর হাওয়াপাড়ায় দিশারী ১১১ নম্বর বাসা ঘোষ ভবনে পাঁচ শহীদের স্মৃতির প্রতি প্রথমবার শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
যেখানে এই বীর শহীদদের সমাহিত করা হয় সেখানেই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, ডেপুটি কমান্ডার আব্দুল খালিক, মনাফ খান, মুক্তিযুদ্ধ পাঠাগারের সভাপতি আল আজাদ, দিশারী সমাজকল্যাণ সংস্থার সভাপতি শাব্বীর আহমদ মুসান্না ও ক্রীড়া সংগঠক জয়দেব শর্মা চৌধুরী। এছাড়া শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
একাত্তরের এপ্রিল মাসের শেষদিকে এই বাসায় পাঁচজনকে পাকিস্তানি হানাদার বাহিনী হত্যা করে।
Leave a Reply