সিলেট-ঢাকা চার লেন সড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়ন, সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলপথ দুই লাইন করা ও নতুন করে রেলপথ, সেতু ও কালভার্ট নির্মাণ, সিলেট-ঢাকা বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট বৃদ্ধি এবং সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার ফ্লাইট, সিলেট-সুনামগঞ্জ সড়ক সহ সকল গুরুত্বপূর্ণ সড়কে বিআরটিসি বাস ও সিলেট-ময়মনসিংহ আন্তঃনগর ট্রেন চালু সহ বিভিন্ন দাবিতে ২৮ জুন শুক্রবার বিকেল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
উন্নয়ন অভিযাত্রায় সিলেটকে এগিয়ে নিতে সিলেট উন্নয়ন ও ঐতিহ্যের স্মারক সংরক্ষণ পরিষদ এই কর্মসূচি ঘোষণা করেছে।
সংগঠনের আহ্বায়ক জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ ও সদস্য সচিব সাংস্কৃতিক সংগঠক শামসুল আলম সেলিম এক বিবৃতিতে মানববন্ধনে সিলেটবাসী এবং সিলেট মহানগরীতে বসবাসরত বিভিন্ন জেলার অধিবাসীদেরকে সিলেটের সাথে নিজ নিজ জেলার যোগাযোগ সমস্যা সমাধানের দাবি নিয়ে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply