ধান ও গম কাটার সহজ উপায় এসিআই মটরসের রিপার ও কম্বাইন হারভেস্টার এখন সিলেটেও পাওয়া যাচ্ছে।
সারাদেশের ন্যায় এই অঞ্চলের কৃষকদের মাঝে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এসব কৃষিযন্ত্রের পরিচয় করিয়ে দিতে রোড শো করেছে কৃষিযন্ত্র প্রস্তুতকারক এ প্রতিষ্ঠানটি। খোলা ট্রাকে করে রিপার ও কম্বাইন হারভেস্টার নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো হচ্ছে। ব্যতিক্রমী এই প্রচারণা নজর কাঁড়ছে কৃষকদেরও। আগ্রহী কৃষকরা এর থেকে নতুন এই কৃষিযন্ত্র সম্পর্কে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করছেন।
এসিআই মটরসের টেরিটরি ইনচার্জ মো মাসুদুর রহমান জানান, ২০০৭ সাল থেকে দেশের কৃষিখাত এবং কৃষকদের নিয়ে কাজ করছে এসিআই মটরস। এরই প্রেক্ষিতে এসিআইর নতুন সংযোজন হচ্ছে রিপার ও কম্বাইন হারভেস্টার। এই যন্ত্র ব্যবহারের মাধ্যমে কৃষক কম খরচে ধান, গম ও সরিষা কর্তন করতে পেরে অধিক মুনাফার অধিকারী হবেন।
Leave a Reply