নিজস্ব প্রতিবেদক : সিলেটের সাংবাদিকতার অঙ্গনে একজন সাহসী ও স্বাধীনচেতা সাংবাদিক হিসেবে খ্যাত আবদুল ওয়াহেদ খান আর নেই।
বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি (১৮ মাঘ) রাত ১১টা ৫০ মিনিটে সময় তিনি সিলেট মহানগরীর একটি প্রাইভেট ক্লিনিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। আব্দুল ওয়াহেদ খান দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। তার জানাজা অনুষ্ঠিত হবে আজ শুক্রবার বাদ জুমা হজরত শাহজালাল দরগা প্রাঙ্গণে। এরপর তাকে সমাহিত করা হবে।
আবদুল ওয়াহেদ খান প্রথমে সাপ্তাহিক ‘সিলেট সমাচার’ ও পরে দৈনিক ‘জালালাবাদী’ প্রকাশ করেন। তার দক্ষ সম্পাদনায় পত্রিকা দু’টি তখনকার সময়ে বিপুল সাড়া জাগায়। এর আগে তিনি জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকায় সাংবাদিকতায় হাতেখড়ি নেন। নিজ সিদ্ধান্তে সবসময় অটল থাকার মতো সাহসিকতার জন্যে তাকে বিভিন্ন সময়ে তীব্র প্রতিকূলতার মুখোমুখি হতে হয়।
উদ্যমী ও উদ্যোগী আব্দুল ওয়াহেদ খান সাংবাদিকতার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও স্মরণীয় অবদান রেখে গেছেন।
Leave a Reply