হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুরে একটি ট্রেন লাইনচ্যুৎ হওয়ায় রবিবার সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ প্রায় ৬ ঘণ্টা বন্ধ ছিল।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে সিলেটমুখী কুশিয়ারা এক্সপ্রেস রশিদপুর স্টেশনের আউটার সিগন্যালের কাছে পৌঁছলে দুটি বগিসহ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুৎ হয়ে পড়ে। ফলে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকা থেকে সিলেটমুখী পারাবত এক্সপ্রেস শায়েস্তাগঞ্জে ও সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে।
দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারের পর বিকেল ৩টার দিকে পুনরায় রেল যোগাযোগ চালু হয়।
Leave a Reply