নিজস্ব প্রতিবেদক : সিলেটের অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ও উদীচী শিল্পী গোষ্ঠী জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা পুরঞ্জয় চক্রবর্তী বাবলা পরলোকগমন করেছেন।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পুরঞ্জয় চক্রবর্তী বাবলা দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন।
সকাল ১১টায় তার মরদেহ সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে নিয়ে আসা হয়। সেখানে মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক ও শিশু-কিশোর সংগঠনের নেতা-কর্মী-সংগঠকরা শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুরঞ্জয় চক্রবর্তী বাবলাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।
দুপুরে চালিবন্দর শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।
Leave a Reply